দ্বৈত কাব্যযাত্রা-৫ (মূল কবিতা- সাইফুল করীম)
“দিব্য আলো”
শূন্য চোয়াল এক, একটি ফুলের
ছোয়া পেতে উদ্বাহু
কী ঘাস বেড়েছে দেখো লকলকিয়ে উঠানে
চারিধারে-
শূন্য দৃষ্টি জুড়ে কাতর আকুতি
হায়! সেরে উঠতে চাই
দেখতে চাই নতুনের আলো।
“Divine Ray”
Barren flesh! Craving for a
Tender kiss of a flower.
The grass has grown
Very fast everywhere-
Turbid eyes that solely pray,
I want a healing; wanna see
A divine ray.
(Translated By: Zayed Bin Zakir Shawon)