Sir Ronald Ross কে চেনে না এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ম্যালেরিয়ার জীবানুর যুগান্তকারী আবিস্কারের জন্য একনামে সবাই চেনে এই স্বনামধন্য বিজ্ঞানীকে। কাজের স্বীকৃতি স্বরুপ ১৯০২ সালে চিকিৎসা বিদ্যায় উনাকে নোবের পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু অনেকেই হয়ত জানেন না, উনি এখন মহান সাহিত্যিকও ছিলেন। ছেলেবেলা থেকে কবিতা লিখতেন। উপন্যাসও লিখেছেন। উনার বেশী পরিচয় দেবার দরকার নেই। উনার কাজের মধ্যদিয়ে সমগ্র বিশ্ববাসীর কাছে উনি একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছেন। উনার লেখা বিখ্যাত ‘The Father’ একটি ভাবানুবাদ এখানে তুলে ধরছি-
"The Father"
Come with me then, my son;
Thine eyes are wide for truth:
And I will give thee memories,
And thou shalt give me youth.
The lake laps in silver,
The streamlet leaps her length:
And I will give thee wisdom,
And thou shalt give me strength.
The mist is on the moorland,
The rain roughs the reed:
And I will give thee patience,
And thou shalt give me speed.
When lightnings lash the skyline
Then thou shalt learn thy part:
And when the heav’ns are direst,
For thee to give me heart.
Forthrightness I will teach thee;
The vision and the scope;
To hold the hand of honour:—
And thou shalt give me hope;
And when the heav’ns are deepest
And stars most bright above;
May God then teach thee duty;
And thou shalt teach me love.
পিতা
আমার সাথে তুমি এসো, খোকা;
চোখ ভরে নাও সত্যের জ্যোতি।
দেবো তোমায় আমার অভিজ্ঞতা,
তোমার শৈশব আমায় দাও যদি।
রজত শুভ্র হয়ে আছে হ্রদটি
পার হয়ে যায় ঢেউ ক্ষুদ্রসত্ত্বা,
আমি তোমায় দেব যে প্রজ্ঞা,
যদি দাও তোমার শক্তিমত্তা!
মুরল্যান্ড এর উপর ঐ কুয়াশা
আর ধেয়ে এলো ক’ফোটা বৃষ্টি!
আমি তোমায় দেব আমার ধৈর্য
যদি তুমি আমায় দাও তোমার গতি!
আকাশে যখন গর্জে ওঠে বজ্রপাত,
তুমি নিয়ে নিও তোমার যে পাঠ;
যখন দেখবে হতাশা এসেছে ছেয়ে
আমায় দিও তোমার হৃদয়ের উত্তাপ।
ন্যায়নিষ্ঠা তোমাকে শেখাবো খোকা,
এর যা কিছু প্রভেদ আর যত ভাষা;
মান সন্মানকে আঁকড়ে ধরে রেখো,
শুধু এইটুকু দিও তুমি আমায় আশা।
স্বর্গ যদি থাকে অনন্ত নীলিমার গভীরে,
উজ্জ্বল দীপ্ত তারা আলো ছড়ায় আকাশে;
ইশ্বর তোমায় দিক মঙ্গলময় সব দীক্ষা,
আমায় শিখিও প্রেম রেখে তোমার পাশে।