গল্পকবিতা’র কয়েকজন

“আহমেদ মুকুল ভাই”

১। বিচ্ছু নেতার কবলে পড়ে
কেড়াবেড়া যার জান,
বিশাল একটা প্রতিভা
বলতে হবে তার নাম।।

২। লেখালখিতে বেশ কঠিন
করতে উনায় বিট!
বিশাল এক প্রতিভা নিয়ে
উনি কিন্তু হিট!!

 

“রনিল’

বিশাল লম্বা ছেলেটা
গাল ভরা হাসি
শাহরুখ খান যার কাছে
হয়ে যায় বাসি।।

 

“পন্ডিত মাহী”

ঠোটে মুচকি হাসি
পড়তে চায় চটি
কবিতা তো নয় যেন
ধারালো এক বঁটি।।

 

“ইফতি”

লাজুক লাজুক হাসি দিয়ে
তিনি করেন অভিমান
ভেতরে লুকানো থাকে বিড়াল
উনি করেন ভান।।

 

“বিষণ্ন সুমন”

জুলফিতে পাকা চুল
ভাবে সাবে নায়ক
বয়স চল্লিশ পার হলেও
এখনো কচি যুবক।।

 

“নীরব (জিয়া ভাই)”

নায়কের মত ভাব ধরেন
আসলে নায়কের বাপ!
মিষ্টি মধুর বাঁশ দিয়ে
তিনি করেন আলাপ।।

 

“আসন্ন আশফাক”

টেকনো বিডি অফিসে বসে
ওয়াজ শুনেন যিনি-
কার জানি জানি দাবড়ানি খেয়ে
প্রমাদ গুনেন তিনি।।

 

“তানভীর”

বানান কেউ ভুল করলে
আছে তার খবর!
বাংলা বানানে আছে ভাই
দখল তার জব্বর।

 

“মিজানুর রহনাম ভাই (মামা)”

বিচ্ছুদের অতি প্রিয় তিনি
সবার গণ মামা
প্রেম করতে এখনো যিনি
রাজি ষোল আনা।।

 

“আমার আমি (আয়েশা)”

উনার কাছে বিচ্ছুদের
এখন একটাই দাবী-
পটেনশিয়াল অবস্থা থেকে
কখন হবেন ভাবী?

 

“মামুম ম আজিজ”

অঙ্কে হয় না কুপোকাৎ
বাশি বাজায় বাজিমাৎ

 

“সূর্য (সাইফুল ভাই)”

নামটা অনেক তেজী হলেও
স্বভাব বড়ই ঠান্ডা
যতই খোঁচাও, যতই চেতাও
মারবেনা উনি ডান্ডা।।

Author's Notes/Comments: 

6th December 2011

View shawon1982's Full Portfolio