প্রভু! বোবা জনে তুমি কৃপা করে দিয়েছ ভাষা;
নিপীড়িতের হতাশ বুকে তুমি জাগিয়েছ আশা।
অধম পাপীর তুমি এই প্রার্থনা শোন-
অতিমাত্রার উচ্চাশা আমার নেইতো কোন!
আমাকে সৃজিছো তুমি বাঙ্গালী করে-
ছোট এই মনে মোর আনন্দ নাহি ধরে!
বাংলা ভাষা অটুট রেখো জনম জনম,
এই ভাষাকে দিও প্রভু উৎকর্ষ চরম।
You are beloved, you are mourned-
You are so lovely, you are so adorned!
O sweet Language! Glowing inside mine,
You brought us glory when you shine!
You are renowned all over the world-
You are a history by each and every word!
O lord! Bless Bangla! Give it bonanza,
Make it bright everywhere with its stanza.
ইতিহাসে আছে সেই ২১শে’র মাহেন্দ্রক্ষণ,
বাংলা ভাষার জন্য ওরা দিয়েছিল জীবন।
তোমার কাছে সঁপে দিলাম মনের সব দুখ-
তুমি ওদের দিও প্রভু চির অমলিন সুখ।
World knows the historical language movement-
Young men shredded blood on black pavement.
21st February is celebrated as an international day-
We’ll never forget them and forever we’ll pray!
রক্ত দিয়ে যারা আজ বাংলাকে করেছে অর্জন-
আমরা আজও ভুলি নাই; তোমরাই আপনজন।
By enhancing Bangla throughout the age
We can explore the spirit and its message.
চিত্তে মম, সদা জাগরুক রেখো, এই বাংলা ভাষার মেলা-
Always shine in my heart O mother-tongue Bangla.