জঠর ছিঁড়ে বেরিয়ে আসছে যে কষ্ট-
লবনাক্ত পানি ভেঙ্গে নামছে যন্ত্রণা,
দশ মাস পূর্বে চরিত্রকে করেছে নষ্ট।
সভ্য সমাজ তাকে দিয়েছে কুমন্ত্রণা,
সন্তান জন্মালে সে হয়ে যাবে জারজ!
আকুল পাথারে মা ঠাঁই খুঁজে পায়না।
ঘরে এলো যে সদ্যভুমিষ্ট শিশু আজ,
কারো কাছে তার থাকবে না কোন প্রীতি!
তার জন্য কোথাও রবে না কোন সাজ।
যেথায় বাস করি সেখানের এ রীতি,
এ শিশুর থাকতে পারবে না জীবন!
হত্যা কর তাকে! এই হল মূলনীতি।
দুধ না দিয়ে মুখে তুলে দাও লবণ-
জারজ শিশুটার তবে হোক মরণ।