প্রদীপ

বহুদিন পরে দেখলাম ছোট্ট এক টুকরো আলো
সূর্য্যের চেয়েও যা দামী, লাগে অনেক ভালো!
আমার মনের আকাশের দীপ্তিমান যে চাঁদ-
ছড়ায় স্নিগ্ধ জ্যোতি, মুছে দিয়ে যায় অবসাদ।
সাদা মেঘ উড়ে গিয়েছে আমার মনের আকাশে-
কার যেন আভাস পাই বয়ে চলা বাতাসে।
আমার মনের মাঝে চলেছে একটি মেঠো পথ-
কে যায় সেথা পায়ে হেটে? নেই কোন রথ।
আমি সেথা দেখতে পাই কার যেন পদচিহ্ন,
আমার কল্পনার সাথে যা নয় মোটেই অভিন্ন।
যে সৌরভে আমার মনকে করে দেয় মাতাল,
যাকে না দেখলে এ মন হয় উথাল পাথাল।
দেখা না দিয়ে কেন মনে দিলে এ আলোড়োন?
তোমায় স্মরি সর্বদা, হয় ঘুমে কিংবা জাগরণ।
বহুদিনেরও পরে তুমি এ নিঃসঙ্গ জীবনে এলে,
জানি আমার কাছে এসে তুমি কিইবা পেলে?
তোমায় পেয়ে আমি যে পেয়েছি আমার সব;
তুমি আমার অন্তকরণের যে পূর্ণ অবয়ব।
আমার জীবনে তুমি এলে যে মর্মর তুলে,
আমার ছেড়ে যেও না; যেও না আমায় ভুলে।
শুধু ঘরেরই নয়, তুমি যে আমারই আলো;
জনম জনম অন্তরে মোর সুখের প্রদীপ জ্বেলো।

Author's Notes/Comments: 

21st September 2011

View shawon1982's Full Portfolio