কোথাও দেখি না তোমায় আর, আমার চাঁদের কণা-
আমার এই মনে আজ কেন লাগিছে অন্ধকার?
কেন তুমি দূরে আছ? আমার মনে আলো জ্বালো না?
আজ কেন আমাদের মাঝে এত বিশাল প্রাচীর?
সব বাঁধা তুমি অতিক্রম করে আসো আমার কাছে।
তুমি ছাড়া আমি যে পর্যবসিত অন্ধকারে তিমির!
আমার সবটুকু ভালবাসা আর জা কিছু আমার আছে-
সব তোমার জন্য নিয়ে নাও তুমি উজাড় করে।
মুখ ঘুরিয়ে কেন আছ? একবার তাকিয়ে দেখোইনা পিছে!
তোমার কথা ভাবি অহর্নিশি, দিবা রাত্রি বারে বারে,
তুমি কেন সাড়া দাও না? কেন তুমি নিশ্চুপ?
মন চায় আমি এখনই আসি তোমার কাছে ফিরে।
সৌরভ ছড়িয়ে দিয়ে যায় যখন গন্ধবিধুর ধুপ-
আমি যে আমার অস্তিত্বে পাই তোমার পরশ;
অপলক তাকিয়ে দেখি যে ছবি! তোমার ঐ রুপ।