বাইরে চেয়ে দেখি আমি, তুমি ছিলে ওধারে-
নীরবে নিভৃতে;
আমার বাতায়ন পাশে।
কখন এলে তুমি? আমাকে বলোনি কেন?
আমি যে ছিলাম তোমার স্বপ্নে বিভোর!
বুঝতে পারিনি কখন হয়ে গিয়েছে ভোর।
প্রথম বর্ষার জলের মত-
আমার হৃদয় তুমি করে দিয়েছ সিক্ত,
আমি যে তোমায় দেখতে পারিনি!
অন্ধ আমি; অন্ধকারাচ্ছন্ন আমার জগতে
আমি ছিলাম তোমারই অনুরক্ত।
বাড়িয়ে দাও তোমার ও দু’টি হাত-
এসে ধর আমায়!
তোমার মত আমিও করে নিতে চাই
বর্ষার জলে অবগাহন।
তোমার ছায়ার পানে চেয়ে
একাকী আপন মনে গেয়ে যাই-
নিশ্চুপ রইলে কেন অশ্রুসিক্ত করতলে?
আকাশ ছুঁয়ে এলেই যদি; তবে এসো!
এসো কর স্নান নবধারা জলে