দু’চোখে মেখে নিয়েছ কি মায়া হে প্রিয়া!
টলটলে মায়াবী চোখে কাজল রেখা-
আবেগে আন্দোলিত হয় আমার হিয়া,
করতে পারেনা আমার দৃষ্টি উপেক্ষা।
মনে জাগে এ কেমন যেন শিহরণ?
তুমি বুঝবে কিনা জানিনা দূর থেকে!
নিস্তব্ধতার মাঝে তোলে যে আলোড়ন,
মৌনতার আবেশে সে ছায়া হয়ে থাকে।
হৃদয় কাননে ওঠে যে মর্মর ধ্বনি,
পত্রপল্লবে সাজানো এই সংসারে!
শুনছে না আজ সান্ত্বনার কোন বাণী,
নিভৃতে গুমরে মরে আলোর আঁধারে!
দূরে চলে যেতে চেও একবার পিছে-
এ মায়ার বাঁধন কভু হবে না মিছে।