প্রচন্ড যন্ত্রণা ধেয়ে আসছে শরীরে-
গ্রীষ্ম তাপদাহে অমানুষিক তান্ডব;
ধ্বংস করে ফেলছে সব কিছু ঘিরে-
সাথে জুড়েছে চিৎকার এক জান্তব!
দুমড়ে মুচড়ে করে দিচ্ছে একাকার!
আর আছে কিছু সময়ের পরিহাস।
এক তরফা! হবেনা যার প্রতিকার;
লজ্জাবনত হয়ে রবে যে ইতিহাস!
লালসা তাড়নে হামলে পড়ে শকুন-
যোনীপথের মত বিদীর্ণ এ সমাজ!
চেটে খাওয়া সব রক্তচোষা উকুন;
মুখশের ঐ আড়ালে লুকানো জারজ।
সভ্যতার প্রভু যদি হয় পুরুষাঙ্গ;
দু’টুকরা করে ভবলীলা কর সাঙ্গ।