কাকে বলে স্বাধীনতা?
স্বাধীন হয়েও গোলামী নাকি-
অন্যের হাতে পরাধীনতা?
স্বাধীন হয়েছিল দেশ-
কিছু বাঁচার স্বপ্ন নিয়ে,
এতদিন পার হলেও
কেউ যায় না তা দিয়ে।
স্বাধীন দেশে বাস করে
সত্যিই কি আমরা স্বাধীন?
তাই যদি হবে তবে এখনও কেন
আমাদর দেশ শ্রীহীন?
রাজাকার বাহিনীরা সবাই
করেছিল দেশ ধ্বংস-
আজকে তারাই হাসিমুখে
জাতীয় সংসদের অংশ!
কোথায় গেল মূল্যবোধ আর
কোথায় দেশপ্রেম?
ছবিটা আজ নেই শুধু
পড়ে আছে ফ্রেম।
দেশের মানুষের তরে যদি
ভালবাসা নাই থাকে-
দেশ যদি গোল্লায় যায়
কি বা যায় আসে?
কবে হবে আমাদের দেশ
সত্যিকারের স্বাধীন?
কবে বাজবে জয়োল্লাসের
বিজয়ধ্বনির বীন!