চোখের গভীরে তুমি কাকে দেখছো?
আমি জানি সে আমি ছাড়া কেউ নয়।
আপন মনে তুমি একাকী কি ভাবছো?
আমি আছি সাথে! তোমার আর কি ভয়?
তোমার চোখের তারায় যখন আমি হারাই-
অন্ত গহীনে আমি আমাকেই খুঁজে পাই!
তোমার দু’চোখ যে মধুর স্বপ্ন ছড়ায়-
সেটা বর্ণনা করা যাবে না কোন ভাষায়।
তোমার চোখের ঐ দৃষ্টি মিশে আছে আমার কবিতায়,
তোমার তুলনা শুধুই তুমি, পাবো না কোন উপমায়।