মনের ভিতর জমে থাকা সুপ্ত আশা,
হবে না যার কোনদিন বাস্তবায়ন!
গুমরে ওঠা যন্ত্রণার সেসব ভাষা-
অশ্রু হয়ে ভাসিয়ে যায় দুই নয়ন।
যে আশা আর কখনো হবেনা পূরণ-
তার তরে সইতে হবে কত লাঞ্ছনা!
বার বার সেকথাই হয় যে স্মরণ-
বাকী জীবনেও সইতে হবে গঞ্জনা।
কার ছিল অপরাধ, কে বা দিবে দোষ-
কি লাভ হবে বাড়িয়ে অলীক কল্পনা?
কেনই বা অন্যের উপরে ক্ষোভ রোষ?
মুছে ফেল এঁকে রাখা স্বপ্নের আল্পনা।
ঊষার লগ্নেই ঘনিয়ে আসলো সন্ধ্যা-
জীবন সায়াহ্নে দাঁড়িয়ে একাকী বন্ধ্যা।