ব্যর্থ কবি

যে বোঝে না আমার কবিতার কি অর্থ,

কার জন্য তাহলে এসব কিছু লেখা?

বুঝতে পারলাম আমি লেখায় ব্যর্থ-

এতদিনে আমি যেন পেলাম সে দেখা।

যে কিনা আমায় এতদিনে বুঝলোনা,

এ যে আমার এতদিনের পরাজয়!

আমিও যে তাকে বুঝাতে পারলাম না,

আজ বুঝলাম এমনটা কেন হয়।



কি লাভ হবে আর কবিতাগুলো লিখে?

মিছে কেন আর কাগজের অপচয়?

জীবনের চরম সত্য নিয়েছি শিখে-

ভালবাসা মানে জীবনের অবক্ষয়!

মনের গভীরে রয়ে গেছে যেই ছবি,

তার কথা লিখবে না আর ব্যর্থ কবি।

Author's Notes/Comments: 

15th January 2010

View shawon1982's Full Portfolio