নাঈমা’র ক্যাচাল

নাঈমা’র প্রেমে কারা?

উনি দিশেহারা!

আগে ছিল যারা-

পড়ছে ফাঁপড়ে তারা।

আমাদের নাঈমা পাজী,

অশ্বডিম্ব করে ভাজি!

ডাকতে কইলে কাজী

এক কথাতেই রাজী!

নাঈমা মারে টাঙ্কি,

পুরাই হাঙ্কি পাঙ্কি!

আসলে তো ডানকি,

চশমা পরা মানকি!

শুঁড়ির সাক্ষি মাতাল,

করে খালি বেতাল,

হয়ে যাচ্ছে মাতাল-

আকাশকে দেখে পাতাল।

আমি যখন কাজী,

নয় মোটেই পাজী,

খাই আন্ডা ভাজি-

যদি থাক রাজী।

Author's Notes/Comments: 

30th December 2009

View shawon1982's Full Portfolio