ভালবাসা

কি দিয়ে বোঝাবো আমি এই ভালবাসা?

আমার কাছে তুমি যে কতটা আপন!

তোমাকে নিয়েই তো আমার সব আশা,

আজ আর কোন কিছুই নেই গোপন।

বাড়িয়ে দাও আমার দিকে দুই হাত,

টেনে নাও তুমি আমাকে তোমার কাছে-

তোমাকে নিয়েই পার হয়ে যাব রাত,

উজাড় করেই দেব আমার যা আছে।



জানি না কেন আজি অন্যরকম লাগে,

মনোমাঝে অজানা খুশির বাদ্য বাজে।

পূর্বাশার ন্যায় চোখে নবস্বপ্ন জাগে-

খুশির তোড়ে মন লাগে না কোন কাজে!

কি ভালবাসা জাগিয়ে দিলে এই মনে,

তোমায় তাই মনে পড়ছে ক্ষণে ক্ষণে।

Author's Notes/Comments: 

17th January 2010

View shawon1982's Full Portfolio