ঘরে বাইরে মস্তানি করে
তার নাম নাঈমা,
উলটা পালটা করলে অয়
টেংরি ছিড়বো টাইনা।
ঘরের খাবার ভাল লাগে না,
ভাল লাগে ফুচকা,
সানগ্লাস চোখে দেয়-
আর পরে বোরকা।
বান্ধবীদের নিয়ে আড্ডা দেয়
ঘরে কিংবা বাইরে,
যখন তখন ভাব ধরে,
কি কইতাম ভাইরে!
কত নকশা যানে ভাই,
আরো করে ঢং,
মাঝে মাঝে মনের সুখে
মুখে মাখে রঙ!
নাঈমা যখন তৈরি করে
ঘরে বাইরে ত্রাস,
ওর সাথে লাগতে গেলে-
খাইতে হবে বাঁশ।
নাঈমা’র বান্ধবীদের কথা
কি আর বলি ভাই-
আজব চীজ এক একটা
দ্বিতীয়টা আর নাই।
লম্বা কইরা লীনা আফা
হয়ে যাবেন আর্মি,
ওরে দেখলেই কিন্তু মিয়া
খাইতে হইব ভিমরি!
বিশ্ববিদ্যালয়ের সুন্দরী আফা
শায়লা যার নাম,
মাঝে মাঝে চিন্তা করেন-
উনার কি কাম!
টেক্সটাইলের শারিয়া আফা
এখনও ছাত্রী লার্নিং,
দুশ্চিন্তায় পড়বে শুনে
যদি কউ, গুড মর্নিং!
শারমিন আফা ইঞ্জিনিয়ার,
থাকে মেলা দূরে,
পড়তে পড়তে যার কিনা
মাথা যায় ঘুরে!
আপাতত এইটুকুই
এখন আমি যাই,
নাঈমা’র কিচ্ছা কইতে কইতে
আমার সময় নাই।