আমাদের লাবন্য
নয় মোটেও নগন্য,
সত্যি সে অনন্য,
ঝগড়াতে জঘন্য!
কিন্তু ভীষণ দুষ্ট,
অল্পতেই তুষ্ট।
যখন হয় রুষ্ট,
পায় অনেক কষ্ট।
একা যখন ছিল,
অনেক দুঃখ পেল।
লাবন্য খুব ভাল,
ঘর করে আলো।
যখন খায় বকা,
মুখ করে বাঁকা।
লাবন্য যে একা-
কখন হবে দোকা?
আমি দীনহীন,
ঠিকি মারি পিন!
আজকে শুভ দিন
লাবন্য’র জন্মদিন।