নাঈমা'র রাগ

আমার বউ নাঈমা-

যখন করবে রাগ,

বাপরে বাপ, কাউকেই

একটুও দেবেনা ভাগ!

অনেক বোঝাই তারে

যদি রাগ কমে তাতে,

কিন্তু একটু পরেই

ঠিকই ওঠে তেতে।

তেলে বেগুনে জ্বলে

রেগে যায় নাঈমা,

দিশেহারা আমি তখন

পালাবার পথ পাইনা!

অনেক রাগ করলেও

মনটা ওর খুবি ভাল,

ডান গালে আছে ওর

সুন্দর তিল কালো।

নাঈমা আমায় সঙ্গ দেয়

আমার কাজের ফাঁকে,

আমি যখন ব্যস্ত থাকি

চুপটি করে থাকে।

সারারাত পার করে দেই

গল্প করার তালে,

আমায় ঠিকি আটকে ফেলে

ভালবাসার জালে।

নাঈমা’র জন্যই আমার সব

বুঝেও বোঝেনা সে,

এত করে বলি তবুও-

একটুও বোঝেনা যে।

মস্তানি করলেও মনটা ওর

ভীষণ সাদামাটা,

রাগ আর ভালবাসায়

চলে জোয়ার ভাঁটা।

পড়াশোনা করতে বলি,

দেয় আমার ফাঁকি।

পরীক্ষার সময় বলে,

পুরাটাই তো বাকি।

আমার বেলায় যাই হোক,

চাই ষোল আনা,

উনার নিজের বেলায় যে-

এক চোখের কানা।

ফোনে কথা বলতে বলতে

পয়সা হয় শেষ,

তবুও ওর মনে নাই

ক্ষোভ কিংবা দ্বেষ।

অল্প একটু কথা আর

অল্পতেই হয় খুশী,

খুব ভাল লাগে ওর

সুন্দর মুখের হাসি।

যতই রাগ কর নাঈমা,

তোমার কাছেই আসি-

তুমি কি সত্যিই জানো?

তোমায় কত ভালবাসি?

Author's Notes/Comments: 

13th January 2010

View shawon1982's Full Portfolio