সাদা একখানি কাগজের টুকরায়-
মনের অব্যক্ত কথামালা লেখা রয়!
কভু সুখেরই বার্তা বয়ে নিয়ে আসে,
কভু তা শোকানলে দিয়ে যায় ভাসায়ে!
লেফাফাবন্দী সন্দেশ যায় বহুদুরে-
হৃদয়ের সকল কল্পনাকে ছারিয়ে;
যখনই এসে হাজির হয় দুয়ারে-
মন উদ্বেলিত হয় খুশির জোয়ারে।
মনে যখন পড়ে বন্ধু তোমার মুখ-
চিঠিতে লিখে ফেলি মনের যত দুখ।
কাটেনা যখন এ দহনের সময়,
চিঠিরই প্রতীক্ষায় দিন কেটে যায়!
আনন্দ লাগে চিঠির লেখাগুলো পড়ে,
সময় কাটে অপেক্ষার প্রহর গুনে।