আমি তোমার ভালবাসার স্পর্শ পেয়ে হয়েছি পরিপূর্ণ,
তুমি বিহনে এতদিন আমার হৃদয় ছিল শুধুই শুন্য!
এই শুন্য হৃদয়ের পুর্ণতায় আজ আমি হয়েছি ধন্য,
তাই তো আজ মাটির পৃথিবী যেন পেয়েছে তারুণ্য।
শুন্য হৃদয় তুমি রাঙ্গিয়ে দিলে তোমার মনের তুলি দিয়ে,
আমার হৃদয়ে তোমার ছবি একেছি স্বপ্নের আঁচড় দিয়ে!
তোমার স্পর্শ আমায় রাঙ্গিয়ে দেয় নতুন ভাবে নতুন করে,
কত অজানা স্বপ্নবাসনা এসে নিরালায় আমার হাতটি ধরে!
জানি না কি এমন জাদু আছে তোমার এই স্পর্শে,
আমার হৃদয় তোলপাড় হয়ে যায় শুধু যার পরশে!
যে সুধা আমি পান করেছি কেবল তোমায় ভালবেসে,
সারাটি জীবন রেখ আমায় তোমার সেই মায়াবী পরশে।
তোমার হৃদয়-মন্দিরে আমি করবো বাস সারাটি জীবন ধরে,
এমনি করেই তোমার মনে রেখ আমায় পরম যতন করে!
হয়ত নিষ্ঠুর বাস্তবতায় থাকতে হবে অনেক দূরে-
তোমার মনের মধ্য থেকে আমি যেন না যাই সরে!
আমার মন থেকে পারবনা আমি তোমায় দূরে রাখতে,
আমার জায়গায় তুমি হলেও কি পারতে তেমনটা করতে?
আমি অপেক্ষা করে যাব তোমার জন্য শত সহস্র বর্ষ,
তবুও আমি পেতে চাই তোমারই ভালবাসার একটু স্পর্শ।