ছেলেটা চেয়েছিল ঘরে ফিরবে
কিন্তু তার আর ঘরে ফেরা হল না,
মনে তার অনেক আশা জমানো ছিল
সেই সব আশা এর কোনদিন পূরণ হবে না।
অফিসের কত কাজ যে জমে ছিল,
সারাদিন ধরে সবগুলা গুছায়ে নিল দ্রুত হাতে,
এখনি যে ঘরে ফিরে যেতে হবে,
খুব বেশী সময় নেই যে আর রাত হতে।
বন্ধু তাড়া লাগায়, ‘কইরে! তোর আর কত দেরী?
বিকাল তো গড়ায়ে গেল, বাড়ি যাবি কখন?’
ছেলেটা বলে, আর দুই মিনিট দাঁড়া দোস্ত,
এইত বের হচ্ছি আমি এখন’।
কাজের ডাইরিটা টেবিলের ড্রয়ারে রেখে,
তালা দিতে ভুলে গেল সে আজ,
বন্ধু আছে বাইরে দাঁড়ায়ে তার জন্য,
আর আজকের মত যে শেষ হল তার কাজ।
মোটর সাইকেলে উঠেই বলে, এবার চল যাই,
একটু পরেই সন্ধ্যা হবে সময় আর বেশি নাই।