আমি শুধু তোমায় ভালবেসেছিলাম,
বিনিময়ে ভালবাসাই চেয়েছিলাম!
বল, এটা কি ছিল আমার অপরাধ?
আমারও তো থাকতে পারে কোন সাধ!
তবে কেন দূরে ঠেলে দিলে যে আমায়?
এমন করলে কোন মোহের আশায়?
বিনা স্বার্থে শুধু তোমাকেই তো চেয়েছি-
প্রতিদানে তোমার তিরস্কার পেয়েছি।
এমন সময় একদিন আসবেই-
কর্মফলের প্রতিদান তুমি পাবেই!
যেই পরিমান কষ্ট তুমি দিয়েছিলে,
লভিবে তুমি সে কষ্ট সমপরিমানে!
এ পরিণতির জন্য দায়ী তুমি নিজে,
দূরেই থেকো! কভু এসনা মোর কাছে।