ভাল মানুষের ছদ্মবেশের আড়ালে-
মানবিক গুনাবলি সবই লুকালে!
সবারই আস্থাকে এক সাথে হারালে,
মনুষ্যত্ব হারিয়ে কোন লাভটা পেলে?
নিজেকে ছাড়া কিছু বোঝ না স্বার্থপর?
স্বার্থের খাতিরে বোঝ না আপন পর!
সংসার ঢাকিয়া রাখিছো মিথ্যা দিয়ে,
বিদায় বেলায় কোনটাকে সাথে নেবে?
এককালে তুমি ছিলে সবার সশ্রদ্ধ-
আজ হয়েছো সকলেরই বীতশ্রদ্ধ!
কি লাভ টাকা-পয়সা, গাড়ী, বাড়িতে?
এতটুকু শান্তি যদি এতে নাই পেলে।
স্বার্থের মোহে আজ তুমি অমানুষ,
আকৃতিগত হলেই কি খালি মানুষ?