ছোট্টখুকু রাতের বেলায়
দেখল এক স্বপ্ন-
মাথায় এখন ভিড় করছে
রাজ্যের যত প্রশ্ন!
পথ হারিয়ে খুকু গেল
স্বপ্নরাজার দেশে,
স্বপ্নরাজা দেখা দিল
খুকুর কাছে এসে!
ভয় পেয়ে খুকুমণি
কাঁদে বারে বারে,
হাতের মধ্যে স্বপ্নরাজা
তুলে নিল তারে!
অভয় দিয়ে রাজা বললেন,
‘কাঁদছো কেন খুকি?
স্বপ্নরাজ্যে এলে পরে
কেউ থাকে না দুখী।
এই রাজ্যে মানা নেই
যা ইচ্ছে খাও,
দূরের পাহাড়, বন বনানী
যেথায় খুশী যাও!
লোকসহ একটা ঘোড়া
দাঁড়িয়ে আছে দূরে,
ইচ্ছে হলে স্বপ্নরাজ্য
দেখে এস ঘুরে’।