দু’টি পাখি মাঠের মাঝে
করছে রুপের বড়াই,
পড়ে থাকা আংটি নিয়ে
করছে ওরা লড়াই।
একটি পাখি বলে ওঠে
ডানা দু’দিক মেলে,
‘আংটি পরে মনের সুখে
যাব আমি উড়ে!’
অন্য পাখিটা পাশে দাঁড়িয়ে
মুখ করেছে ভার-
মনে মনে ভাবছিল
আংটিটা বুঝি তার!
কোথা থেকে যেন উড়ে এল
বিশ্রী একটা পোকা,
গায়ের কালো এবং
নাকটা বেজায় চোখা!
পোকা তখন ওদের বলে,
‘ঝগড়া কেন কর?
সোনার এক আংটির পিছে
কেন তোমারা ঘোরো?
যার জন্য যা তৈরি,
সেটাই নিতে হয়-
আংটি তৈরি মানুষের জন্য,
পাখির জন্য নয়!’