একাকী জীবন বয়ে চলেছে নিরবে,
তুমি ছাড়া জীবন হয়ে গেছে নিথর!
একাকীত্ব যন্ত্রণা দিয়েছে সগৌরবে-
মনকে ভেঙ্গে করেছে বিদীর্ণ বিবর!
সবার মাঝে থেকে আমি একা একাই,
কোথা জানি রয়ে গেছে বিশাল শুন্যতা,
অন্ধকারের মাঝে একা খুঁজে বেড়াই!
তোমার মাঝে খুঁজি জীবনের পূর্ণতা।
কবে শেষ হবে আমার এ একাকীত্ব?
যে প্রশ্নের উত্তর আমার নেই জানা!
আমার জীবনে পূর্ণ করেছো আমিত্ব-
সেকথা বলতে নেই তো আমার মানা।
একাকিত্বের মাঝে তোমাকে খুঁজি আমি,
আমাকে আবার ভুলে যাবে নাতো তুমি?