কুমির ও শিয়াল

লক্ষ্মীসোনা কুমির ভায়া

এদিক ফিরে চাও,

দোহাই লাগে তোমার ঐ

ছাতাটি আমায় দাও।

তুমিতো সারাদিন

পানির মধ্যেই থাকো,

তোমার সঙ্গে তবুও এই

ছাতাটি কেন রাখো?

কুমির শুধায়, ‘একটা কথা

বলতে কি তুই পারিস?

বনের মধ্যে থাকলেও তুই

চশমা কেন পরিস?

Author's Notes/Comments: 

16th December 2002

View shawon1982's Full Portfolio