প্রত্যুষ আসে এক নতুন স্বপ্ন নিয়ে,
উন্মোচিত অজানা জীবনের সূচনা।
ক্লান্ত চোখ দু’টো মেলে দেই ধীর লয়ে,
পিছনে ফেলি যত কষ্ট ক্লেশ যাতনা!
দাঁড়াতে হবেই যে অনড় দৃপ্ত পায়ে,
করতে হবে পূরণ অবাধ্য যত সাধনা!
বর্তমানকে নিয়ে যেতেই হবে বয়ে।
দূর করে অতীতের সকল বাসনা।
বহুদূর থেকে হাতছানি দিয়ে ডাকে,
প্রসন্ন মনে ভরে দেয় সহস্র গ্লানি-
যতবার ভুলতে চেয়েছি আমি তাকে,
ততবার মনে পড়ে গেছে স্মৃতিখানি!
রয়েছি আমি এ কোন দৈব দুর্বিপাকে?
ভাবতে গেলেই চোখে ভরে যায় পানি।