ভাব ধরেন উনি একখান
না জানি কি হন,
আমার কাছে তো রামছাগল
মানুষ মোটেই নন।
ঘেউ ঘেউ করলেই কি
নেড়ী কুত্তা কয়?
মানুষরূপী কুত্তাগুলা
এমনই তো হয়!
সাপের চেয়েও বিষাক্ত
না থাকুক বিষদাঁত,
চক্ষু বুঝে দিন কে
করে ফেলে রাত।
এমনি এমনি এরাই
করে ফেলে ক্ষতি,
যদিও তাতে হয় না
মোটেই কোন গতি।
সেজে গুজে এরা যখন
জনদরদী সাজে,
এদের দেখে বড় শয়তান
মুখ লুকায় লাজে।
ধর্মের দোহাই দেয় এরা
ভন্ড মুনাফিক,
লাত্থি মারি এদের মুখে,
সব জালিম ফাসিক।