অনুপমা

প্রতিবেশী দেশের স্বাধীনতার তরে,

অকুতভয় সৈনিক এসেছিল যুদ্ধে।

শত্রুরই বুলেটে আহত হয়ে পরে-

মৃত্যুশয্যায় পড়লো কোন অপরাধে?

জীবনপ্রান্তে কোন বন্ধন তাঁকে বাঁধে?

মরণ হতে কি ফিরাইতে তাঁকে পারে?

গুরুদায়িত্ব ছিল যা কিছু নিজ কাঁধে-

পূরণ করে পাড়ি জমাচ্ছে পরপারে!



দেখিতে আসিয়াছিল তাঁরে অনুপমা-

শুনিতে চাহিয়াছিল অন্তিম কামনা।

পছন্দের গান শুনাইয়া অনুপমা-

পূরণ করেছিল তাঁর শেষ বাসনা।

মহানুভবতার এ উজ্জ্বল উপমা,

সমগ্র জগতে আর রেখেছে ক’জনা?

Author's Notes/Comments: 

28th October 2002 (old sonnet)

View shawon1982's Full Portfolio