হে মহাপ্রভু! সবই যে তোমার সৃষ্টি-
সর্বদিকে প্রসারিত তোমারই দৃষ্টি।
ত্রিভুবনের পালনকর্তা তুমি স্বামী,
মনের খবর রাখ যে, হে অন্তর্যামী!
দয়ার ভান্ডার, অসীম তব করুণা,
মহাশক্তিধর, অপার তব ক্ষমতা!
মানব, দানব, পশুপাখি, বৃক্ষলতা-
ব্যর্থ নয় কেউ, লভিতে তোমার ক্ষমা।
হে স্বয়ম্ভু! তোমার নেই কোন চাহিদা!
পূরণ কর সৃষ্টির যা দাবি দাওয়া!
আমরা কৃতজ্ঞ হলে হও তুমি খুশি,
তব কৃপার পরশে হই মোরা সুখী।
পাপী বলে মোদের দিও না তুমি শাস্তি,
ক্ষমা করে অন্তরে দাও চির প্রশান্তি।