একটা সময়ে তুমি ছিলে খুব ভাল,
হায়রে! এরপর যে তোমার কি হল!
স্বভাবের কোমলতা করেছ বর্জন,
কিভাবে হল এ আমূল পরিবর্তন?
উগ্র আচরণ আর তীব্র অহঙ্কারে,
সভ্যতা থেকে বিদায় নিচ্ছ চুপিসারে!
বিনা কারনে করেছ আমায় বঞ্চনা,
একদিন তুমিও লভিবে যে গঞ্জনা।
সময় আছে অর্জন কর কিছু পুন্য-
নতুবা তুমিই হবে সর্বাপেক্ষা ঘৃন্য!
যদি না শেখ মানুষকে ভালবাসতে,
পড়বে যে শেষে করুণ পরিণতিতে।
মনুষ্যত্ব থাকলে ফিরে তুমি আসবে,
নিগৃহীত হইলে তখন কে দেখবে?