তুমি অপরুপা গায়ে রক্তিম বসন,
কোথা যাও তুমি ধীর অচঞ্চল পায়ে?
ডাগর চোখে হৃদয় করেছো হরণ,
দুর্বার মন কেঁপে ওঠে অজানা ভয়ে!
বিনিদ্র রজনী; করি তোমায় স্মরণ,
হতাশা সবই দূর হয়ে গেছে ক্ষয়ে।
বিহনে তুমি বেঁচে থাকাই যে মরণ,
জীবন আমার আঁধার হয় প্রলয়ে।
অপেক্ষায় থাকি এই বুঝি তুমি এলে-
জানালা দিয়ে সুদূরেই তাকিয়ে রই!
ভেবেছিলাম আমি কল্পনারই ছলে,
তোমার জীবনে আমি কি কিছুই নই?
অন্যেরই হয়ে আজ দূরে চলে গেলে-
জানলাম আমি কখনো তোমার নই।