একটা মুখ ভেসে ওঠে স্মৃতির মাঝে,
যার কথা ভেবেছি আমি একাকী মনে।
শান্তির পরশ বুলায় অন্তর কোনে,
হাতছানি দেয় আমায় দিবস-সাঁঝে!
আমার মনের কথাগুলো কি সে বোঝে?
যার সাথে কথা বলি শয়নে স্বপনে,
যার ছবি আঁকা আছে মনের গহীনে,
কেন তাকে খুঁজে পাই না হৃদয় মাঝে?
মনে পড়ে যায় শৈশবের কিছু স্মৃতি,
অব্যক্ত কথামালার অস্পষ্ট যে ছবি।
ভাবতে পারি না এই ছিল পরিণতি-
যা কভু লিখবেনা কখনো কোন কবি!
একাকী করে আমায় কেন চলে গেলে?
তবে কি আমায় তুমি সত্যিই ভুলে গেলে?