জীবনের ভারে জর্জরিত আমি প্রভু,
প্রতিনিয়ত বেড়েই চলেছে যন্ত্রনা-
এক মুহুর্তের তরে স্বস্তি পাই কভু,
মনে জাগে কত শত লাখো কুমন্ত্রনা।
দাবানলে পুড়ে খাঁক হচ্ছে যে হৃদয়,
একটু সান্ত্বনা যদি আমি পাই সেথা!
আমার তরে তুমি প্রভু হও সদয়,
তুমি ছাড়া আমার আশ্রয় আছে কোথা?
প্রতিদিন বেড়ে চলেছে আমার কষ্ট,
তুমি ছাড়া প্রভু কে আমার ব্যথা বোঝে?
অসহনীয় হয়ে গেছে এখন স্পষ্ট-
মোচড় দিয়ে ওঠে শুধু মনের মাঝে!
একটা কথা বল তুমি হে মহারাজা-
কোন পাপে দিলে আমায় এমন সাজা?