গোঁয়ার গোবিন্দ

ভাব মারে ষোল আনা

ভিতরে নাই মাল,

নিজেরে পন্ডিত ভাবে

একাই মারে ফাল!

নিজেরে খুব চালাক ভাবে,

আস্ত একখান অসুর,

পেখম একটা পরলেই কি

কাক হয়ে যায় ময়ূর?

গন্ডমূর্খ আর ভন্ডামিতে

কে পায় তার নাগাল?

সঙের মত ভাবসাব

আসলে একটা বাচাল।

মনে মনে ভাবেন উনি

সবাই মারুক তেল,

আসলে ত আস্ত বলদ

মগজহীন কদবেল।

উনি জল খাবেন তো

ঘোলা করে কাদা,

কেতাদুরস্ত ভাব মারে

আসলে তো গাধা!

ঘোলাটে পরিস্থিতি যখন

করতে পারেন আঁচ,

পিছল কেটে সরে পড়েন

যেন বাইন মাছ!

এরে নিয়ে কি লিখি

খুঁজে পাচ্ছিনা ছন্দ,

ময়ূর রুপী কাউয়া উনি

আস্ত গোঁয়ার গোবিন্দ!

Author's Notes/Comments: 

20th April 2009

View shawon1982's Full Portfolio
tags: