দংশন

এখন মধ্যরাতে আমি একাই জেগে-

ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শুনি।

বাইরে বাতাস বইছে প্রবল বেগে,

সেই সাথে শুনতে পাই মর্মর ধ্বনি।

নিঝুম রাত্রি কালো আঁধারে গেছে ছেয়ে,

পুর্ণিমা চাঁদ ঘন মেঘে রয়েছে ঢাকা।

করুণ সুরে দূরে কে যেন উঠে গেয়ে-

অসহায় হয়ে আমি তা শুনছি একা!



বিবেকের দংশন বড়ই করুণ-

দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলে এক কোনে!

যন্ত্রনার মাত্রা হয়ে যায় নিদারুণ,

পুরানো কথা যখন পড়ে যায় মনে!

ক্ষণিকের ভুল থেকে যায় চিরদিন-

কষ্টের তীব্রতা বেড়ে যায় সীমাহীন।  

Author's Notes/Comments: 

19th April 2009

View shawon1982's Full Portfolio
tags: