কিরে বলদ করিস কি?
হাত দিয়ে তুই ধরিস কি?
মাথা চুলকায়ে করিস কি?
একা একা তুই বকিস কি?
বড় হ এইবার তুই,
ঠিক যেন কাতল-রুই!
আর কতকাল থাকবি শিশু?
খেতায় কত করবি হিসু?
মনে কি করিস লালন?
অলস না করিয়া যতন?
মাঝে মাঝে ঝাড়ি দিস,
ঠিকি ত আবার ফাল দিস!
ভাব ধরিস কচি খোকা,
ভীষণ চাল্লু নয়কো বোকা!
আজাইড়া কি চিন্তা করিস,
প্রেমের জ্বরে কেন পুড়ে মরিস?
সময় থাকতেই মানুষ হ বেটা,
নইলে দৌড়া লইয়া লোটা!
না পেলে শেষে সিরিয়াল,
বাঁধায়ে দিবি তুই কেচাল!
তোরে দিয়া ভরসা নাই,
তুই ত আমার বলদা ভাই!