আমার রাত কেটে যায় একা নির্ঘুম,
বিছানায় জেগে একা ছটফট করি!
মনের ভিতর জ্বলে অশান্তির ধুম,
বেঁচে থেকেও যেন প্রতিনিয়ত মরি!
অশান্তির ভিতর যে জীবনের শুরু,
বয়ে নিয়ে যেতে হবে আমাকেই একা!
সাহসী মানুষকেও করে দেয় ভীরু,
কপালে যখন লাগে দুঃখের টিকা!
জানি না কবে হবে এর চির সমাপ্তি,
আর কিইবা হতে পারে তার চুড়ান্ত?
সুখ দুখের মিশেলে কি বা রবে প্রাপ্তি,
কে বা বলতে পারে নিয়তির সিদ্ধান্ত?
একাই বসে প্রতীক্ষার প্রহর গুনি-
এই বুঝি আমি অজানার ডাক শুনি!