ক্ষুদ্র আমাদের এ জীবন পরিসরে,
আছে বেঁচে থাকার অনন্ত এক আশা।
কভু হয় না পূরণ যা কোন প্রকারে-
সেথায় বাস করে এক আদি হতাশা!
তবুও আছে বাঁচার আদিম প্রত্যাশা,
যা লভিবে না কোন মানুষ চিরতরে।
অনন্ত জীবন শুধুই এক দুরাশা-
বলি দিতে হয় মৃত্যুমুখে অকাতরে।
সকল সুখ আর সকল সম্ভাবনা,
রোহিত হয় মৃত্যুর করাল থাবায়।
তবুও থেমে নেই মানুষের ভাবনা,
যত ক্ষুদ্রই হোক না জীবন-সময়।
যখন জাগে বাঁচার অমিত বাসনা-
তখনই মানুষ বুক বাঁধে আশায়।