বাবা

ঘন্টার শব্দে দৌড়ে গিয়ে দরজা খুলি,

আনন্দে নেছে ওঠে আমার এই মন!

কে এসেছে জানো? শোন তবে তাই বলি!

‘আমার বাবা’! যে আমার খুব আপন!

হেসে বলে, ‘খোকা! এত রাতে তুই এলি?

ঘুমাস নি? দুষ্টূ হয়েছিস তো দারূণ!’

বাবা চান আমি যেন ভাল হয়ে চলি,

আমিই যে তার যত চিন্তার কারণ!



আবার বেজে ওঠে সেই ঘন্টা নিষ্ঠুর-

আজ কেন এ পা কিছুতেই চলছেনা?

হৃদয় আমার আজ হয়েছে পান্ডুর-

কালো রাতটা কেন পার হয়ে যায়না?

শুভ্র বসনে শুয়ে আছে বাবা, নিথর!

শত ডাকলেও বাবা আর আসবেনা।

Author's Notes/Comments: 

12th January 2007 (old sonnet)

View shawon1982's Full Portfolio