মুখখানা গোলগাল তার
শান্তশিষ্ট শিশু,
বিসানায় গিয়ে ঠিকই
খেতায় করে হিসু।
ভাব ধরে বড় হইছে
আসলে পোলাপাইন,
শত কথা বললেও সে
মানে না কোন আইন।
সেই শিশু একদিন হঠাৎ
বড় হয়ে গেল।
এখন তার মনে হয়,
আগেই ভাল ছিল!
খোকা বাবু খুব খুশি,
গাল ভরা হাশি,
হাতে নিয়ে খেলছে সে
বেলুন দেয়া বাঁশি!
খোকার মনে দোলা লাগে,
বাজে খুশির বীণ,
আজকে নে শ্যামল বাবুর
শুভ জন্মদিন!