মনে জাগে দ্বিধা আর জাগে সংশয়,
কারণ অতীতের সেই ভুল সিদ্ধান্ত-
চেতনায় যা এনে দিয়েছে অবক্ষয়,
তুমি যা থেকে হতে পারছোনা নিষ্ক্রান্ত!
পুরোনো দহনে মনে দিয়েছিলে ব্যথা,
আজও আমি বুঝতে পারি সেই ক্ষত!
দ্বিধায় পড়ে বলতে পারি না সে কথা-
এমনি করে দিন পেরোয় ক্রমাগত।
আস্তে আস্তে সব কিছু হবে অবসান,
আঁধার পেরিয়ে যখন ফুঁটবে আলো-
কিন্তু যদি বেড়ে যায় কভু ব্যবধান,
দূরের পথ ঢেকে দেবে নিকষ কালো।
সংশয় যদি কেড়ে নেয় ভালবাসা,
বাঁচার জন্য বাকী থাকবে কোন আশা?