ভুল (Blunder)

স্ম্রৃতির একটা পাতা উল্টিয়ে দেখলাম,

গৌরবময় স্বর্ণালী দিন বিগত, বুঝলাম!

তুমিই ছিলে একমাত্র আমার মানষপটে,

যাকে নানাভাবেই সাজিয়েছিলাম অকপটে!

তোমাকে তো ভালবেসেছিলাম আমি সীমাহীন,

যে ভালবাসার থাকার কথা ছিল অমলীন!

আমার দিনের সূত্রপাত হত তোমার নাম দিয়ে,

এইত আমাদের ভালবাসা, কথা হত যা নিয়ে!

ভালবাসার মাঝে হারিয়েছিলাম এমন করে,

নিজেকে ধ্বংস করেছিলাম নিজ হাতে ধরে!

তোমাকে পাবার জন্য নিজেকে করেছিলাম বিচ্ছিন্ন,

সামান্য আবেগেও নিজেকে করেছিলাম পূর্ণ আচ্ছন্ন!

আমাকে দেখতো সবে মবে সন্দেহের প্রলেপ নিয়ে,

আমি যে সেটা সহ্য করতে পারতাম না কোনভাবে!

অন্ধ ভালবাসা আমাকে পরিবার থেকে করেছিল দূর,

ভেবেছিলাম শুধু তোমাকে নিয়েই বাঁধব নতুন সুর!

আমি কি ভাবতে পেরেছিলাম এই আমূল পরিবর্তন?

আমার ভালবাসায় করতে হবে আমায় পৃষ্ঠ প্রদর্শন?

আমি সেদিন বুঝি নাই প্রেম তোমার কাছে খেলা-

আর এটাই যে আমার বড় ভুল, তোমাকে ভালবাসা।

Author's Notes/Comments: 

27th August 2009

View shawon1982's Full Portfolio