আবার আসিলাম ফিরে
পাগলদের এই ভিড়ে,
মাথাটাই গেছে ঘুরে,
যখন আমি ছিলাম দূরে!
কোরবানির মাংস খেয়ে,
পেটটাই গেছে নেমে-
টয়লেট এ আমি গিয়ে,
ছাড়ছি থেমে থেমে!
এই আমার হাল,
হলাম বেসামাল!
হারায়ে গেছে তাল,
মারতে পারিনা ফাল।
পেটের ব্যথায় কাইৎ,
আমি কুপোকাৎ!
টয়লেটে বাজিমাৎ,
বিছানায় চিৎপাৎ!
গরু কিংবা ভেড়া,
শামুক কিংবা গেড়া,
যতই খাও ছোড়া-
পাছায় হবে ফোঁড়া।