একদিন চেয়ে দেখি সাঁঝের বেলায়,
দল বেঁধে পাখিরা আকাশে উড়ে যায়।
পাখির কূজনে চারিদিক মুখরিত,
মায়াবী সন্ধ্যা করে আমায় পুলকিত!
আকাশ হয়েছে পূর্ণ রক্তিম আভায়,
স্বপ্নগুলো হারিয়েছে দূর নীলিমায়।
বাতাসে ছড়িয়েছে পুষ্পেরই সৌরভ,
আবার ফিরেছে অবগুন্ঠিত গৌরব।
প্রকৃতিতে এসেছে মধুর বসন্ত!
চারিদিকেই আজ হাসি আর আনন্দ!
বছরে একবার আসে এ শুভলগ্ন,
প্রকৃতি কি তার সাধনায় আত্মমগ্ন?
বিশ্বচরাচর সেজেছে নতুন সাজে,
সবার মনে তাই খুশির বীণা বাজে।