মৃদু হাসি আর চুড়ির শব্দ বাজিছে-
আচমকা ঘুমটা ভেঙ্গে যায় তখন,
নিশ্চুপ রাত্রিতে ঠান্ডা হাওয়া বইছে,
নুপুর-ধ্বনি ভেসে এল ঠিক যখন!
মনের ভিতর কেন পুলক লাগিছে?
নিশ্চল হয়ে থমকে দাঁড়ায় লগন!
শিয়রে যেন কে করুণ গান গাইছে-
ছারখার করে দিচ্ছে অন্তর দহন!
ভেবে আকুল হই, না পেয়ে তার দেখা
কখন না জানি এসে আমাকেই ডাকে!
খাতায় আছে অসম্পূর্ণ পদ্যটা লেখা,
ছায়া হয়ে এলে যে? দেখাবো আমি কাকে?
আঁধার হাতিয়ে খোঁজে চিন্তার যে শাখা,
ঠিক তখনই দেখতে পেলাম তাকে!