যখনই শুনি অপূর্ব স্বর্গীয় ধ্বনি-
মনে ভেসে ওঠে অপরূপ কারো ছবি!
তোমাকে তো আমি কখনও যে দেখিনি,
তবু মনে হয় কতকাল ধরে চিনি!
কল্পনায় তোমার ছবি মনে এঁকেছি,
রাত দিন শুধু তোমার কথা ভেবেছি।
শত চেষ্টা করেও ধরতে যে পারিনি;
কতকাল আর চলবে এ লুকোচুরি?
ধরা কি দেবেই না তুমি, হে অনামিকা?
তুমি যে হয়েছো আমারই পারমিতা।
তোমারই অপেক্ষায় সময় যে কাটে,
আমার এ অবস্থা যদি তুমি দেখতে!
জানি কভু তুমি দেখা দেবে না আমায়-
তবুও সারাক্ষণ খুঁজে যাব তোমায়।