যদি তুমি বলো তবে আমি আকাশ ছুঁতে পারি,
সুদূর আকাশে পাখির মত ডানা মেলে উড়ি!
আকাশ থেকে তোমার জন্য তারা এনে দেব,
তোমার জন্য ভালবাসা বিলিয়ে আমি যাব!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
পাহাড় অতিক্রম করতে পারি যদি তুমি বলো,
তোমার জন্য ভালবাসা মোর হবেনা টলোমলো!
পাহাড় খুঁড়ে তোমার জন্য আনব নীল-কমল!
এটাই আমার দৃঢ় পণ! হতে দেব না দুর্বল!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
যদি তুমি বলো সাগর পাড়ি দেব সাঁরতে!
তোমার হাসি আমার সকল কষ্ট দেয় উতরে।
সাগরের তল থেকে আমি এনে দেব মুক্তো,
আমি জেনেছি আমার জীবনে তুমি আছ যুক্ত!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
যদি তুমি বলো দেব পাড়ি বিশাল মহাশুন্য -
তোমার সঙ্গ আমার একাকীত্বকে করবে পূর্ণ!
পৃথিবীর সকল সুখ এনে দেব তোমার জন্য,
তোমায় ভালবেসে আমার জীবন হল ধন্য!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
কত ভালবাসি তোমায় যদি তুমি জানতে-
কখনও দেখেছ কি ক্ষুদ্র শিশির বিন্দু?
জ্বলজ্বল করে ওঠে প্রভাত রবির কিরণে!
আমার ভালবাসা তেমনি উজ্জ্বল হে বন্ধু!
হৃদয়ের দহন কি বুঝতে পারছো না তুমি?
আমায় ছেড়ে যদি যাও, কিভাবে বাঁচব আমি?
আমার দিকে তাকিয়ে একবার বল আমায়-
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!
... ... ...
শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’!